টাঙ্গাইলের বাসাইলে চাঞ্চল্যকর ক্লু-লেস ২য় শ্রেনির ছাত্রী তিশা (৯) গণধর্ষনসহ হত্যা মামলার রহস্য দুই দিনের মধ্যে উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
৬ জুন সোমবার দুপুরে টাঙ্গাইল পিবিআই এর পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমীন প্রেস বিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত আসামি টাঙ্গাইলের বাসাইল উপজেলার ভাটপাড়া এলাকার স্বপন মন্ডলের ছেলে গোবিন্দ মন্ডল (১৯), একই এলাকার আনন্দ মন্ডলের ছেলে চঞ্চল চন্দ্র মন্ডল (১৭) ও লালিত সরকারের ছেলে বিজয় সরকার (১৬)।
পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন জানান, পিবিআই টিম ঘটনাস্থলে গিয়ে জানতে পারে যে, ২৬ মে সকাল আনুমানিক পোনে সাতটায় টাঙ্গাইলের বাসাইল থানাধীন বন্দ ভাটপাড়া গ্রামের মো. আবু ভূইয়ার ২য় শ্রেনীতে পড়ুয়া কন্যা শিশু তিশার প্রতি বিকৃত যৌন লালসা তাদের মনে পোষণের প্রেক্ষিতে তিশাকে গনর্ধষণ ও হত্যা করার জন্য ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে পালিয়ে যায় আসামীরা। আসামীরা শিশু তিশাকে গনর্ধষণ ও হত্যার সাথে জড়িত থাকার কথা পিবিআই এর কাছে স্বীকার করেছে।
এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টাঙ্গাইলের পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আনসারী ও মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক খন্দকার আশরাফুল কবীর।
Leave a Reply