হজের প্রথম ফ্লাইট ৩১ মে। দ্বিতীয় ফ্লাইট ৫ জুন। যা চলবে ৩ জুলাই পর্যন্ত। তবে প্রথম সব ডেডিকেটেড ফ্লাইট হওয়ায় অন্যবারের মতো শিডিউল বিপর্যয় হবে না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
তিনি বলেন, ১৪ জুলাই হজের ফিরতি ফ্লাইট শুরু হবে। যা চলবে ৫ আগস্ট পর্যন্ত। এ বছর সরকারি খরচে হজে যাচ্ছেন ৫০০ জন।
মহামারি করোনা কাটিয়ে দুই বছর পর হজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরাও। তবে, হজযাত্রীদের সংখ্যা অন্যান্যবারের চেয়ে অনেক কম। ৩১ মে ৪১৫ জন নিয়ে যাবে প্রথম হজ ফ্লাইট। দ্বিতীয় ফ্লাইট শুরু হবে ৫ জুন থেকে। যা টানা ৩ জুলাই পর্যন্ত চলবে।
প্রতিবার সরকারি খরচে প্রায় দেড় হাজার মানুষ গেলেও এবার সুযোগ পাচ্ছেন মাত্র ৫০০ জন। এরমধ্যে সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, পুলিশ, স্বশস্ত্রবাহিনীর সদস্য রয়েছে। এবার খাওয়া-দাওয়ার দায়িত্ব প্রত্যেকের নিজের কাছে থাকবে।
Leave a Reply