বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সিরিজে চোট পেয়ে ছিটকে গেছেন নাঈম। তবে ঢাকা টেস্টে খেলবেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
এর আগে গুঞ্জন ছিল নতুন করে স্কোয়াডে জায়গা পেতে পারেন অফ স্পিন অলরাউন্ডার শুভাগত হোম। এর আগেও জাতীয় দলের হয়ে সাদা পোশাকে দারুণ নির্ভরশীল ছিলেন তিনি। তবে লঙ্কানদের বিপক্ষে ঢাকা টেস্টে শুভাগত তো নয়ই, নতুন কাউকেই অন্তর্ভূক্ত করা হচ্ছে না।
প্রায় তিন বছর পর টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া মোসাদ্দেককেই ভাবা হচ্ছে সেরা বিকল্প। সব ঠিক থাকলে সোমবার (২৩ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াতে যাওয়া দ্বিতীয় টেস্টের একাদশে তার সুযোগ পাওয়া অনেকটা নিশ্চিত।
শনিবার (২১ মে) মিরপুরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ঢাকা টেস্টে কোনো বদলি নেই, মোসাদ্দেক আছে এখানে। দল তো আপনারা পেয়েছেনই (দ্বিতীয় টেস্টের), ওটাই আছে। এখানে নতুন করে কোনো স্পিনার নেয়া হচ্ছে না।
Leave a Reply