রুশ আগ্রাশন শুরুর পর প্রথম ফুটবল ম্যাচে অংশ নিলে ইউক্রেন জাতীয় দল। যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনীয়দের জন্য তহবিল গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে বুধবার (১১ মে) তারা ২-১ গোলে হারিয়েছে জার্মানির ক্লাব বরুশিয়া মনচেনগ্লাডবাখকে।
এই সময় হাজার হাজার দর্শক স্টেডিয়ামে উপস্থিত হয়ে ইউক্রেনীয় পতাকা নেড়ে দেশটির প্রতি সমর্থন জানায়। গত ২৪ ফেব্রæয়ারি দেশটির উপর সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। এই সময় ম্যাচের ধারাভাষ্য দিতে গিয়ে ইউক্রেনের সাবেক আন্তর্জাতিক তারকা অ্যান্ড্রি ভোরোনিন বলেন,‘আমাদের দল ও দেশের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপুর্ন। আমরা মনে করি আমরা একা নই। গোটা বিশ্ব আমাদের পাশে আছে।’
আগামী ১ জুন গ্লাসগোতে বিশ্বকাপের প্লে অফের সেমি-ফাইনালে স্কটল্যান্ডের মোকাবেলা করবে ইউক্রেন। ওই ম্যাচের বিজয়ী দল বিশ্বকাপের চুড়ান্তপর্বের আসন পেতে চারদিন পর কার্ডিফে মুখোমুখি হবে ওয়েলসের।
নতুন করে প্রস্তুতি নেয়ার জন্য প্রশিক্ষন দেয়ার লক্ষ্যে ২৩জন ইউক্রেনীয় ফুটবলারকে গ্লোভানিয় এফএ’র অনুশীলন কেন্দ্রে জড়ো করেছেন কোচ অলেক্সান্দার পেত্রাকভ।
Leave a Reply