জামালপুরের ইসলামপুর বাজারের ব্যবসায়ী মুসলিম হোটেল এর মালিক জাহাঙ্গীর আলমের ছেলে নেওয়াজ আহম্মেদ (৩৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শুক্রবার (৬ মে) সকালে অটোরিক্সায় নেওয়াজ আহম্মেদ ইসলামপুর থেকে টাঙ্গাইলের ধনবাড়ি যাচ্ছিলেন। পথে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত নির্মাণাধিন অর্থনৈতিক অঞ্চল(ইপিজেড) এলাকায় পৌছিলে বিপরিত দিক থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট পিকআপ ভ্যানের সাথে সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় নিহত নেওয়াজসহ কমপক্ষে ৪ জন আহত হয়। পরে জামালপুর ফায়ার সার্ভিস কর্মিরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নেওয়াজ আহম্মদের মৃত্যু হয়।
Leave a Reply