ফরিদপুর মধুখালী হতে ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী আটক করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল মাতুব্বর(৩৮) ফরিদপুর জেলার সালথা থানাধীন কাগদী গ্রামের মোঃ ইকরাম মাতুব্বরের ছেলে।
বৃহস্পতিবার (৫ মে) সকাল ৮টার দিকে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন কামারখালী টোল প্লাজাস্থ মাগুরা টু ফরিদপুর মহাসড়ক হতে আড়পাড়া গামী সড়ক সংলগ্ন মোড়ে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করতঃ অভিযান পরিচালনা করে উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ সময় তার হেফাজত হতে ২শ ৮২পিচ বোতল ফেন্সিডিল ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২ টি সীমর্কাডসহ ১টি মোবাইল ফোন এবং মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১ টি ইজবিাইক জব্দ করা হয়।
উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে মধুখালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মধুখালী থানায় একটি মাদক মামলা রম্নজু করা হয়েছে বলে র্যাব-৮ জানায়।
Leave a Reply