1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
পঞ্চগড়ে সড়কে ঝরল তিন মোটরসাইকেল আরোহীর প্রাণ - বাংলা টাইমস
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৭:৫৬ পূর্বাহ্ন

পঞ্চগড়ে সড়কে ঝরল তিন মোটরসাইকেল আরোহীর প্রাণ

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মে, ২০২২
  • ৫৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

পঞ্চগড়ের সদর উপজেলায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৪ মে) বিকেলে জেলার সদর উপজেলার ১নং অমর খানা ইউনিয়নের মডেলহাট- জামাদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

 

নিহতরা হলো- সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া জিয়াবাড়ি এলাকার মোঃ পয়কাম ইসলামের ছেলে নতুন, মোঃ তারেক বিলালের ছেলে শিশির ও একই এলাকার আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দীক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে সিদ্দীক, নতুন ও শিশির মোটরসাইকেল যোগে জিয়া বাড়ি থেকে মজারাজা দিঘীতে বেড়াতে যাওয়ার সময় অপর দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা সড়কে সড়কে ছিটকে পড়ে ৷ পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড. রুকসানা তাদের তিন জনকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট