রাজবাড়ী জেলায় সংক্রামক ব্যাধি প্রতিরোধে, ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপুল সিকদারের নেতৃত্বে সদর উপজেলার বিসিক, দুধ বাজার ও মুরগীর ফার্ম বাসষ্ট্যান্ডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ অভিযানে সরকারী আইন মানা ও স্বাস্থ্য বিধি পালনে জনগনকে নির্দেশ দেওয়া হয় এবং মাস্ক বিতরন করা হয়। ওই সময় ৩ জনকে ৩টি মামলায় ৯০০ টাকা জরিমানা। ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন লংঘনে দুইজনকে ৪০০ টাকা এবং পাট আইনে একজনকে ১০০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। মোবাইল কোর্টে উপস্থিত থেকে প্রসিকিউশন প্রদান করেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক এবং রাজবাড়ী পাট কর্মকর্তা।
Leave a Reply