কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ১টি ওয়ান শুটারগান অস্ত্রসহ একজন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) মোঃ ফরহাদ হোসেন শাওন নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল ২৫ জানুয়ারি কুষ্টিয়া জেলার সদর থানাধীন বাড়াদী উত্তরপাড়াস্থ মোঃ কুদ্দুস আলী ষ্টোর এর সামনে ইটের সলিং রাস্তার উপর একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় দেশীয় তৈরী ১টি ওয়ান শুটার গান, ১টি মোবাইল এবং ২টি সীমসহ মোঃ ফরহাদ হোসেন শাওন (২২) কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়।
কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান আরো জানান, এ ধরণের অভিযান অব্যাহত রেখে অস্ত্র ও মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর।
Leave a Reply