সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কার হওয়া নেতা হলেন নরসিংপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি করম আলী।
এই বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর উদ্দিন আহমদ বলেন, ‘দলকে ভালোবেসে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উচিত নৌকার প্রার্থীর পক্ষে কাজ করা। কিন্তু আমরা বিভিন্ন সময় লক্ষ করছি, বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচারণায় যোগ দিয়েছেন আওয়ামী লীগের কোনো কোনো নেতা।
‘আসন্ন দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সভাপতি করম আলী সক্রিয়ভাবে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় ইউনিয়ন আওয়ামী লীগের ৪৮ জন সদস্য ও ৪ নং ওয়ার্ডের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলীর সুপারিশ ক্রমে এক জরুরি সভার মধ্যদিয়ে ওই নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Leave a Reply