সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নানগর এলাকায় গ্যাসবহন কারী লরি চাপায় মোটরসাইকেল আরোহী ৩ জন নিহত হয়েছে। নিহতদের নাম ও পরিচয় এখনো পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৬নং ব্রীজে এ দুঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.লুৎফর রহমান জানান, সন্ধ্যায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৬নং ব্রীজ এলাকায় যমুনা গ্যাসবহনকারী একটি লরির সাথে একটি মটরসাইকেলের সংঘর্ষ হয়।
এ সময় একটি মটরসাইকেলের ৪ জন আরোহীর মধ্যে ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। অপরজনক উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া লরিটি আটক করা হয়েছে। নিহতদের নাম ও পরিচয় এখনো পাওয়া যায়নি।
Leave a Reply