ঝিনাইদহের মহেশপুরের ১২ ইউনিয়নের নির্বাচনের ফলাফলে ৬টিতে নৌকা ও ৬টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোট গ্রহণ শেষে ভোট গননা করে বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করা হয়।
বিজয়ীরা হলো-আজমপুর ইউনিয়নে নৌকার প্রার্থী শাহাজাহান আলী, মান্দারবাড়িয়া ইউনিয়নে নৌকার প্রার্থী আমিনুর রহমান, যাদুবপুর ইউনিয়নে নৌকার প্রার্থী সালাউদ্দিন, স্বরুপপুর ইউনিয়নে নৌকার প্রার্থী মিজানুর রহমান, ন্যাপা ইউনিয়নে নৌকার প্রার্থী শামসুল ইসলাম মৃধা, নাটিমা ইউনিয়নে নৌকার প্রার্থী আবুল কাশেম মাষ্টার।
এ ছাড়াও এসবিকে ইউনিয়নে বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যার প্রার্থী আরিফান হাসান চৌধুরী লুথান, ফতেপুর ইউনিয়নে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গোলাম হায়দার নান্টু, বাশঁবাড়িয়া ইউনিয়নে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা জিন্টু, শ্যামকুড় ইউনিয়নে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জামিরুল ইসলাম, কাজীরবেড় ইউনিয়নে বিদ্রোহী স্বতন্ত্র ইয়ানবী ও পান্তাপাড়া ইউনিয়নে মাজহারুল ইসলাম স্বতন্ত্র বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসাবে বিজয়ী হয়েছেন।
Leave a Reply