কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৭ইউনিয়নে বেসরকারি ভাবে নির্বাচিত প্রার্থীরা হলেন- চর ভূরুঙ্গামারী ইউনিয়নে বিজয়ী মানিক উদ্দিন( হাত পাখা ) নিকটতম প্রতিদ্বন্দ্বি এনামুল হক রোকন(নৌকা)।
তিলাই ইউনিয়নে বিজয়ী- কামরুজ্জামান (নৌকা),নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির স্বতন্ত্র প্রার্থী ফরিদুল হক শাহিন (ঘোড়া)।
বঙ্গসোনাহাট ইউনিয়নে বিজয়ী-মাইনুল ইসলাম লিটন (নৌকা), নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহজাহান আলী মোল্লা(লাঙ্গল)।
আন্ধারিঝাড় ইউনিয়নে বিজয়ী- জাবেদ আলী মন্ডল(লাঙ্গল),নিকটতম প্রতিদ্বন্দ্বি ফজলুল হক (নৌকা)।
জয়মনিরহাট ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী বিজয়ী আব্দুল ওয়াদুদ(মটর সাইকেল), নিকটতম প্রতিদ্বন্দ্বি বাদল খন্দকার স্বতন্ত্র।
বলদিয়া ইউনিয়নে বিজয়ী মোজাম্মেল হক বেপারী (লাঙ্গল), নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি স্বতন্ত্র প্রার্থী মোখলেছুর রহমান।
পাইকের ছড়া ইউনিয়নে বিজয়ী আব্দুর রাজ্জাক (লাঙ্গল) নিকটতম প্রতিদ্বন্দ্বি ফারুক হোসেন(নৌকা)।
Leave a Reply