টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টয় দুবাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। দুই দলই অপরিবর্তিত একাদশ মাঠে নামিয়েছে।
আরব আমিরাতের মাটিতে শেষ ১৬ টি-টোয়েন্টিতে হারেনি পাকিস্তান। সঙ্গে একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত অপরাজিত থাকার রেকর্ডটাও তাদের দখলে। বিপরীতে ২০ ওভারের ফরম্যাটে এখনো ফাইনাল খেলা হয়নি অজিদের।
পাকিস্তান একাদশ : বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হারিস রউফ ও শাহিন আফ্রিদি।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।
Leave a Reply