বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (১১ নভেম্বর) এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়। খবর আরব নিউজের।
আদেশে বলা হয়- আইন, চিকিৎসা, বিজ্ঞান, সংস্কৃতি, ক্রীড়া ইত্যাদি ক্ষেত্রে উচ্চতর দক্ষতাসম্পন্ন পেশাদার লোকেরা সৌদি আরবের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।
ভিশন-২০৩০ বাস্তবায়নের একটি অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য এমন একটি পরিবেশ তৈরি করা যা বিশ্বের সবচেয়ে দক্ষতাসম্পন্ন পেশাদার লোকদেরকে আকর্ষণ করবে।
Leave a Reply