জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
পরীক্ষায় ১৯ হাজার ১৭২ জন পাশ করেছে। মোট পরীক্ষা দিয়েছে ৪৫ হাজার ৫৯৪ শিক্ষার্থী। পাশের হার ৪২ শতাংশ।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট juniv-admission.org থেকে বিস্তারিত ফলাফল পাওয়া যাবে।
জীববিজ্ঞান অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষায় ৩২০টি আসনের বিপরীতে আবেদন করেন মোট ৬৯ হাজার ১২৯ জন। এই ইউনিটে ৬৬ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান বলেন, ‘ডি’ ইউনিটের পরীক্ষা শেষে মোট আসনের বিপরীতে ১০ গুণ পরীক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
Leave a Reply