রাজধানীর কামরাঙ্গীর চরে অভিযান চালিয়ে মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১০ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) র্যাবের মিডিয়া সেন্টার থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-মো. ফয়সাল (৩৪), মো. সোহেল হোসেন (৩০), মোছা. রুবি ও মোছা. সেলিনা (৪০)।
জানা যায়, এ চক্রের মূলহোতা দীর্ঘ ১০ বছর ধরে ভারতে নারী পাচার করে আসছে। সে সোহেল, রুবি, সেলিনা ও কল্পনাসহ বিভিন্ন স্থানীয় দালালের মাধ্যমে ভিকটিমদের জোগাড় করে থাকে। এছাড়া তার সহযোগী নারী সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে ভিকটিমদের পার্শ্ববর্তী দেশে যাওয়ার জন্য প্রলুব্ধ করে। এরপর ভিকটিমের পারিবারিক ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে অসহায়ত্বের জায়গা চিহ্নিত করে তাকে পার্শ্ববর্তী দেশে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা চালায়।
Leave a Reply