কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইসলামী স্মাট ডিভিশন কটিয়াদী বাজার সাংগঠনিক অফিসের বর্ষসমাপনী ও কর্মি উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) সকাল উপজেলার সিএন্ডবি রোড কার্যালয়ে অত্র প্রতিষ্ঠানের আয়োজনে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ডিজিএম ও কটিয়াদী অফিসের ইনচার্জ মো. সাইদুর রহমানের ও বিএম এসএম রুমান হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ ইখতিয়ার উদ্দিন শাহীন।
বিশেষ অতিথি ছিলেন ভৈরব সার্ভিস সেল অফিসের (প্রকল্প প্রধান)ইনচার্জ শিল্পি আক্তার, প্রধান কার্যালয়, জাহিদ হাসান, কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, গচিহাটা অফিসের বিএম শোভা আক্তার, ইউএম স্বপ্না আক্তার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্টানের বিভিন্ন কর্মকর্তা,কর্মচারি ও গ্রাহকবৃন্দগন।
Leave a Reply