পদত্যাগ করেছেন সুইডেনের মধ্য-বামপন্থী প্রধানমন্ত্রী স্টিফান লোফভেন। বুধবার (১০ নভেম্বর) তিনি পদত্যাগ করেন। এর ফলে প্রধানমন্ত্রী পদের জন্য দেশটির অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের পথ খুলে গেছে। কবর রয়টার্স’র।
স্টেফান লোফভেন ২০১৪ সাল থেকে গ্রিন পার্টির সঙ্গে সংখ্যালঘু জোটের নেতৃত্ব দিয়ে আসছেন। চলতি বছরের শুরুর দিকে তিনি বলেন, ২০২২ সালের সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনের আগে পদত্যাগ করবেন।
গত আগস্টে লোফভেন সাংবাদিকদের জানিয়েছিলেন চলতি মাসে পদত্যাগ করবেন। তিনি পদত্যাগ করায় আগামী সপ্তাহে দেশটির পার্লামেন্টে ভোটা অনুষ্ঠিত হবে।
নতুন প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত লোফভেনই দেশটির তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেবেন।
Leave a Reply