চট্টগ্রামে দুদকের মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির এসআই নওয়াব আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১০ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান আদালতে শুনানী শেষে এ আদেশ দেন।
এ মামলায় পুলিশের স্ত্রী গোলজার বেগম জামিনে থাকলেও কর কর্মকর্তা সহ আরো দুই আসামী পলাতক রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী এডভোকেট মাহামুদুল হক জানান, দুর্নীতির মামলায় সিআইডির বরখাস্তকৃত এস আই নওয়াব আলী আদালতে আর্ত্বসমর্পন করে জামিন চাইলে শুনানী শেষে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
দুদক সিআইডির এসআই নওয়াব আলী দুর্নীতির মাধ্যমে অর্জিত এক কোটি ১০ লাখ টাকার গরমিল পাওয়া যায়। এসব সম্পদ ও অর্থে কোটিপতি হয়েছেন পুলিশের স্ত্রী গোলজার বেগম।দুদকের তদন্তে তার অর্জিত সম্পদ নিয়ে প্রকৃত তথ্যে ব্যাপক গড়মিল পাওয়া যায়।
এ ঘটনায় ২০২০ সালে দুদকের অভিযোগপত্রে এস আই নওয়াব আলী, তার স্ত্রী গোলজার বেগম,কর অঞ্চল ১ এর অতিরিক্ত সহকারী কমিশনার বাহার উদ্দিন,কর পরিদর্শক দীপংকর ঘোষ কে আসামী করা হয়। বর্তমানে এ মামলায় পুলিশের স্ত্রী গোলজার বেগম জামিনে থাকলেও কর কর্মকর্তা সহ দুই আসামী পলাতক রয়েছে।
Leave a Reply