খুলনার আফিল গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মর্জিনা (৩৮) ও শিফালী (৪০)। বুধবার (১০ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
খুলনা রেলওয়ে পুলিশের ওসি মোল্লা মো. খবীর আহমেদ জানান, বুধবার রাতে খুলনা রেলওয়ে স্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আফিল গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই নারী গুরুতর আহত হন। এরমধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তিনিও মারা যান।
মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply