মহামারী করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৯০৪ জন। একই সময় শনাক্ত হয়েছে ২০৬ জন। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৭১ হাজার ৪৩৪ জন।
মঙ্গলবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু এবং ২১৫ রোগী শনাক্ত হয়।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Leave a Reply