আইসিসি’র অক্টোবরের মাস সেরার তালিকা থেকে ছিটকে পড়লেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিশ্বকাপে তিন ম্যাচে ব্যাট করে অপরাজিত থেকে মাত্র ৫২ রান করেও অক্টোবরে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন আসিফ। নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ বলে ২৭ ও আফগানিস্তানের বিপক্ষে এক ওভারে চার ছক্কা হাঁকানোর পুরস্কার পান।
আইসিসি’র ভোটিং একাডেমির সদস্য ইরফান পাঠান বলেন, হারের মুখে ভালো ইনিংস খেলা আসিফকে বাড়তি বিশেষত্ব দিয়েছে। দলকে জিততে সহায়তা করেছেন। একবার নয় দু’বার। অন্য দুই নমিনির চেয়ে কম রান করেছেন আসিফ। তবে তার অবদান অনেক। ওটাই ভোটে পার্থক্য গড়ে দিয়েছে।
আইসিসি’র অক্টোবরের সেরা নারী ক্রিকেটারের খেতাব পেয়েছেন আয়ারল্যান্ডের লওরা ডিলানি।
Leave a Reply