‘জগতের সকল প্রাণী সুখী হউক’ এ বাণীকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও ঐতিহাসিক নিদর্শন নব শালবন বিহার ও বিশ্ব শান্তি প্যাগোডা অনালয়োতে স্বাস্থ্যবিধি মেনে কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানের বিহার অধ্যক্ষ শ্রীমৎ শীল ভদ্র মহাথেরের সভাপতিত্বে ও উদযাপন কমিটির সম্পাদক অনিক বড়–য়া(ঝুনু)’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিষ ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাস্টি মি. জ্যোতিষ সিংহ খোকন, অবসরপ্রাপ্ত মেজর সুমন বড়–য়া প্রমুখ।
উদ্বোধনী বক্তব্য রাখেন-কুমিল্লা বৌদ্ধ সমিতিরসহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য লাকসাম উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বাবু ফনি ভূষন সিংহ।
ধর্মদেশক ছিলেন- আশুলিয়া ঢাকা বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র অধ্যক্ষ শ্রীমৎ আসিনজিন রক্ষিত থের, মজলিশপুর ধর্মাঙ্কুন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞজ্যোতি মহাথের।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- পূজা উদযাপন কমিটির সভাপতি সাংবাদিক অশোক বড়ুয়া, সম্পাদক মি.অনিক বড়ুয়া, বিহার কমিটির সাধারণ সম্পাদক তপন সিংহ, লালমাই প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার বিকাশ সিনহা, মাষ্টার সুব্রত সিংহ প্রমুখ।
Leave a Reply