রাজধানীর দারুসসালাম থেকে গাঁজা ও বিয়ারসহ তিন মাদককারবারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর দারুসসালাম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো–মো. জাহানুর ইসলাম, মো. সাগর মিয়া ও মো. দেলোয়ার হোসেন টুটুল ।
দারুসসালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন জানান, সোমবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দারুসসালাম থানার গাবতলীর আইএফআইসি ব্যাংকের সামনে থেকে ৩ কেজি গাঁজাসহ জাহানুর ও সাগরকে গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে সোমবার রাত পৌনে একটায় দারুসসালাম থানার কল্যাণপুর এলাকা থেকে ২১ বোতল বিয়ারসহ দেলোয়ারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুসসালাম থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply