মহামারী করোনা প্রতিরোধে বাংলাদেশে মলনুপিরাভির- ট্যাবলেট জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষধ প্রশাসন অধিদপ্তর। মঙ্গলবার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক।
মলনুপিরাভির নামে এই ট্যাবলেট দেশে প্রস্তুত করবে শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা। এর নাম ‘এমোরিভির’।
প্রতিটি পিলের মূল্য ৭০ টাকা। চিকিৎসকের পরামর্শে ১৮ বছরের বেশি বয়সী করোনা আক্রান্ত রোগীকে সংক্রমণ প্রতিরোধে ৪০টি পিল খেতে হবে। যার বাজার মূল্য হচ্ছে ২ হাজার ৮০০ টাকা।
মঙ্গলবার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা।
করোনা প্রতিরোধে মলনুপিরাভির এখন পর্যন্ত উদ্ভাবিত একমাত্র মুখে খাওয়ার ওষুধ। এতোদিন ভ্যাকসিনই ছিল করোনার একমাত্র প্রতিষেধক। যুক্তরাজ্য সরকার প্রথম মলনুপিরাভির অনুমোদন দেয়।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. আলতাফ হোসেন জানান, এখন থেকে দেশেও ওষুধটির ব্যবহার এবং উৎপাদন করা যাবে। প্রাথমিকভাবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ওষুধটি উৎপাদনের অনুমতি পেয়েছে। স্কয়ার, রেনেটা, এসকেইফসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
Leave a Reply