কুড়িগ্রামে আইরখামার গণহত্যা দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) উত্তরবঙ্গ জাদুঘর দিবসটি উপলক্ষে জাদুঘর চত্বরে শহিদ মুখতার ইলাহী স্মারক বক্তৃতার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. জাফর আলী। স্মারক বক্তা হিসেবে বক্তব্যরাখেন প্রফেসর ড. কে মুশতাক ইলাহী।
অনুষ্ঠান পরিচালনা করেন উত্তর বঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা এ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন।
উল্লেখ্য ১৯৭১ এর এই দিনে কারমাইকেল কলেজ ছাত্র সংসদের ভিপি মুজিব বাহিনীর অন্যতম নেতা বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুখতার ইলাহীসহ ১১৯জন নিরীহ বাঙালিকে পাক বাহিনীরা নির্মমভাবে হত্যা করে।
Leave a Reply