রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে অধিনায়ক বিরাট কোহলির জামানা শেষ। স্বভাবতই প্রশ্ন উঠছে তার পরিবর্তে অধিনায়কের আসনে কে বসবেন? নতুন মৌসুমে আরসিবি-র নতুন অধিনায়ক হিসেবে উঠে আসছে কেএল রাহুল ও শ্রেয়স আইয়ারের নাম।
এই দুই ব্যাটার পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসে পারফর্ম করলেও, টিম ম্যানেজমেন্টের সঙ্গে একাধিক ইস্যুতে একমত নন। সেই জন্য গত মরসুম সাজঘরে ঠোকাঠুকি লেগেছে। তাই এই দুজনের মধ্যে যে কোনও একজন আরসিবি-র দায়িত্ব নিতে পারেন।
আরসিবি-র জার্সি গায়ে চাপিয়ে কোহলি বাইশ গজে অনেক ফ্রেম বাঁধানো ইনিংস খেলেছেন। কিন্তু দলগত সাফল্য আসেনি। গত ১৩ বছরে দল তিনবার রানার্স হলেও, আইপিএল ট্রফি হাতে তুলতে পারেননি ‘কিং কোহলি’।
এবার দ্বিতীয় পর্বে তাকে শেষবার অধিনায়কত্ব করতে দেখা গিয়েছিল। ২০২২ সালের আইপিএল-এর আগে জানুয়ারি মাসের নিলাম আয়োজিত হতে পারে। এর আগে ২৫ ডিসেম্বরের মধ্যে পুরনো ৮টি ফ্যাঞ্চাইজিকে ক্রিকেটারদের ধরে রাখার তালিকা জমা দিতে হবে।
Leave a Reply