ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে আদিবা (২) ও আরিফা (২) নামে যমজ ২ বোনের মৃত্যু হয়েছে। রোববার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তালশহর পর্ব ইউনিয়নের অষ্টগ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত দুই শিশু উত্তরপাড়া এলাকার আলী হোসেনের যমজ মেয়ে।
হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশেই খেলাধুলা করছিল দুই বোন। সকাল সাড়ে ৭টার দিকে পরিবারের লোকজন দুই শিশুকে বাড়ির আশপাশে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরে সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের উত্তরপাড়ার আলী হোসেনের পুকুরে দুই বোনকে ভাসতে দেখে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খাদিজা বেগম বাংলা টাইমসকে জানান, সকালে শিশু দুইজনকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। তবে হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি ঘটনাটি শুনেছি। পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরবর্তীতে জানানো হবে।
Leave a Reply