সারাদেশের ন্যায় একযোগে সকল কমিউনিটি ক্লিনিকে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর গণ-টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। নীলফামারীর ডোমার উপজেলার ২০টি কমিউনিটি ক্লিনিকে গণ-টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের বেতগাড়া কমিউনিটি ক্লিনিকে গণ-টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন- ডোমার উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।
এসময় আরও উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. আবুল আলা, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) হাবিবুর রহমান সিদ্দিকী, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান প্রমুখ।
ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী জানান, উপজেলার ২০টি কমিউনিটি ক্লিনিকে একযোগে করোনার গণ-টিকা প্রদান করা হচ্ছে। করোনা সংক্রমণ ঠেকাতে গ্রামে গ্রামে এমন কর্মসূচিতে টিকা গ্রহীতাদের শুধু অনলাইন রেজিস্ট্রেশন কপি নিয়ে আসলেই সিনোফার্মের ১ম ডোজের টিকা প্রদান করা হবে।
Leave a Reply