সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, একটি সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা উচিত, যারা হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।
কুমিল্লা ও রংপুরের ঘটনা উল্লেখ করে তারা বলেন, সরকারের কঠোর অবস্থান ও দেশের মানুষের অসাম্প্রদায়িক মনোভাবের কারণেই চক্রান্তকারীরা তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি।
Leave a Reply