চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি সদ্যসরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় সোয়া ১০ লাখ টাকা মূল্যের ৫’শ ১০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে সোনামসজিদ বিওপির বাটলপাড়া এলাকায় এ অভিযান চালায় বিজিবি সদস্যরা।
৫৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা বাংলা টাইমসকে জানান, সোনামসজিদ বিওপির সুবেদার মো. হাফিজুর রহমানের নেতৃত্বে বিওপি’র একটি টহল দল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে পরিত্যক্ত অবস্থায় ৫১০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
তিনি আরো জানান, চোরাকারবারীরা অবৈধ মালামাল নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষে সীমান্তে টহল জোরদার অব্যাহত রয়েছে।
Leave a Reply