মহামারী করোনাভাইরাসের সংক্রমণে ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৮৯০ জনে। একই সময় নতুন শনাক্ত হয়েছে ১৯৬ জন। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জন।
শুক্রবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার ৭ জনের মৃত্যু হয়। শনাক্ত হয় ২৪৭ জন।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Leave a Reply