টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে টাইগাররা। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হয়েছে। এই ম্যাচের মধ্য দিয়েই শেষ হচ্ছে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন।
বিশ্বকাপের সুপার টুয়েলভে চার ম্যাচেই চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। চার ম্যাচ খেলে হেরেছে সবকটিতেই। এর মধ্যে দুই ম্যাচে জয়ের খুব কাছ থেকেও ফিরেছে টাইগাররা, অন্য দুই ম্যাচে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলতে পারেনি তারা। আগের ম্যাচেই
নিয়ম রক্ষার ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগাররা তবু জয়ের দেখা পেতে মরিয়া। অন্তত একটি জয় নিয়ে দেশে ফিরতে চায় বাংলাদেশ।
এই ম্যাচ খেলেই দেশে ফিরে আসবে বাংলাদেশ দল। ম্যাচ শেষে বৃহস্পতিবার রাতটা দুবাইয়ের ফেস্টিভাল সিটির ক্রাউন প্লাজা হোটেলে কাটাবেন ক্রিকেটাররা। এরপর আগামীকাল শুক্রবার (৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় দেশের উদ্দেশ্যে বিমানে চড়বে বাংলাদেশ দল।
শুত্রবার বিকেল ৫টায় দেশে ফিরবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। দেশে ফিরে কিছুদিন ছুটিতে থাকবেন ক্রিকেটাররা। আগামী ১২ নভেম্বর থেকেই আবারও শুরু হতে পারে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতি।
Leave a Reply