মহামারী করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৮৮৭ জন। একই সময় শনাক্ত হয়েছে ২৪৭ জন। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৭০ হাজার ৪৮৫ জন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছে ২২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৩৪ হাজার ৩০০ জন। গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৬৯০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩২ শতাংশ।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Leave a Reply