বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন বলেছেন, সাংবাদিকরা সহযোগিতা করলে বাংলাদেশ সেনাবাহিনী তার ওপর অর্পিত দায়িত্ব সমুহ অত্যন্ত সঠিকভাবে পালন করতে পারবে। বাংলাদেশ সেনাবাহিনী দেশে ও বিদেশে সুনামের সাথে প্রদত্ত সকল দায়িত্ব পালনে সক্ষম হবে আর সেনাবাহিনী সেই সক্ষমতা অর্জন করতে পেরেছে বলে জানান সেনা প্রধান।
বুধবার (৩ নভেম্বর) সকালে সেনাবাহিনীর ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এর ১৬ তম কর্ণেল অব দি রেজিমেন্ট দায়িত্ব গ্রহণ অনুষ্টানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন এসব কথা বলেন।
চট্টগ্রামের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে এ অভিষেক অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্টানে সেনা সদর,আর্মি টেনিং এ্যান্ড ডকট্রিন কমান্ড ও রেজিমেন্টের উর্ধতন কর্মকর্তারা উপস্হিত ছিলেন।
এর আগে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন প্যারেড স্কয়ারে পৌছালে ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।এর পর ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের জৈষ্ট্যতম অধিনায়ক এবং মাষ্টার ওয়ারেন্ট অফিসার সেনা প্রধানকে ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের কর্ণেল র্যাংক ব্যাজ এ ভুষিত করেন।পরে সেনাপ্রধান সাংবাদিকদের সাথে কথা বলেন।
Leave a Reply