সিলেটের কানাইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) দুপুরে ডোনা সীমান্তের নো ম্যানস ল্যান্ডে স্থানীয়রা দুটি মরদেহ পড়ে থাকতে দেখে। এরপর তারা পুলিশ ও বিজিবিকে অবহিত করে।
নিহতরা হলো-আরিফ উদ্দিন (২২) ও আসকর উদ্দিন (২৮)। তারা ডোনা সীমান্তের পার্শ্ববর্তী এলাগুল এলাকার বাসিন্দা।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বলেন, নো ম্যানস ল্যান্ডে স্থানীয়রা দুটি মরদেহ পড়ে থাকতে দেখে। তারপর তারা পুলিশ ও বিজিবিকে জানায়।
তিনি বলেন, খানকার কিছু লোক চোরাই পথে পণ্য নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। নিহতরাও একইভাবে ভারতে গিয়েছিলো কি না তা এখনও নিশ্চিত হতে পারিনি। নিহতদের মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। বিএসফের সাথে আলাপ করে বিজিবি মরদেহ উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে।
Leave a Reply