যশোর কারাগারে আপিল নিষ্পত্তির আগেই দুই আসামির ফাঁসি কার্যকর করার ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় আসামিদের পরিবার থেকে বিচারবিভাগীয় তদন্ত চাওয়া হয়। আপিল বিভাগে আগামী সপ্তাহে শুনানির দিন ধার্য করা হয়েছে।
জানা গেছে, ২০১৭ সালে আপিল নিষ্পত্তির আগে আসামি মোকিমের ফাঁসি কার্যকর করে কারা কর্তৃপক্ষ। অপর আসামি ঝড়ুরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আসামি মোকিম ও ঝড়ুর বাড়ি চয়াডাঙ্গার আলমডাঙ্গায়। ১৯৯৪ সালের ২৮ জুন এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ মেম্বার মো. মনোয়ার হোসেন খুন হয়। ওই ঘটনায় নিহতের চাচাতো ভাই মো. অহিমউদ্দিন বাদী হয়ে ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার এজাহারে মোকিম ও ঝড়ুর নাম আসে। এরপর ২০০৮ সালের ১৭ এপ্রিল মামলার বিচারে তিন জনের মৃত্যুদণ্ডাদেশ, দুই জনকে যাবজ্জীবন ও অপর আসামিদের খালাস দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ আদালত-২। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা একই ইউনিয়নের তৎকালীন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মোকিম ও ঝড়ু।
Leave a Reply