কাবুলে আফগানিস্তানের সবচেয়ে বড় সেনা হাসপাতালে জোড়া বিস্ফোরণে নিহত কমপক্ষে ১৯। আহত হয়েছে ৫০ জন।
সেন্ট্রাল কাবুলে অবস্থিত মহম্মদ দাউদ খান হাসপাতালে প্রবেশ পথে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সরকারি তরফে এখনও মৃতের সংখ্যা নিশ্চিত করে জানা গেলেও, তালিবানদের তরফে জানানো হয় মৃতের সংখ্যা ১৯। আহত ৫০। স্থানীয় বাসিন্দাদের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে যে, বিস্ফোরণের পরই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেছে।
প্রত্যক্ষদর্শীদের কথায়, ওই এলাকার উপর দিয়ে দুটি হেলিকপ্টারকে চক্কর কাটতে দেখা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে সরকারি বখতার সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে বেশ কয়েকজন IS জঙ্গি হাসপাতালে ঢুকে পড়ে। আর তারপরই নিরপাত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধে।
Leave a Reply