‘কৃষিই সমৃদ্ধি’ এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৪ হাজার ২৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কটিয়াদী উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান।
এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা জ্যোতিশ্বর পালের সভাপত্বিতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুকশেদুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিজয় কুমার দেবনাথ ও কৃষক-কৃষাণীসহ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসসুত্রে জানা যায়, উপজেলার ১টি পৌরসভা এবং ৯টি ইউনিয়নের ৪ হাজার ২শ’ ৭৫জন কৃষক-কৃষাণীর মাঝে বীজ ১০ কেজি ইউরিয়া, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
Leave a Reply