রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার মধ্যে দিয়ে টিকাদান কর্মসূচির। সোমবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল হাই স্কুলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।
সোমবার (১ নভেম্বর) সকাল থেকে স্কুল শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়। তবে এই কার্যক্রম প্রথম পর্যায়ে রাজধানীতে শুরু হয়। টিকা কেন্দ্র বসবে রাজধানীর ৮টি স্কুলে। এইদন টিকা দেওয়া হবে ৪০ হাজার শিক্ষার্থীকে। কেবলমাত্র ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের এই টিকা দেয়া হবে।
জানা গেছে, রাজধানীতে টিকা কেন্দ্র বসবে ৮টি স্কুলে। প্রতিটি কেন্দ্রে থাকবে ২৫টি করে বুথ। একেক বুথে দিনে টিকা পাবে ২০০ শিক্ষার্থী। রাজধানীর হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, বাড্ডা; সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, রামপুরা; চিটাগাং গ্রামার স্কুল, বনানী; সাউথ ব্রিজ স্কুল, উত্তরা; স্কলাস্টিকা স্কুল, মিরপুর; ঢাকা কমার্স কলেজ, মিরপুর; মতিঝিল আইডিয়াল স্কুল, মতিঝিল; কাকলী স্কুল এন্ড কলেজ, ধানমন্ডি কেন্দ্রে টিকা দেয়া হবে।
এর আগে ১৪ অক্টোবর মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে ১০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। তাদের দেওয়া হয় ফাইজারের টিকা। তাদের শারীরিক জটিলতা না হওয়ায় শুরু হচ্ছে টিকার মূল কর্মসূচি।
সোমবার সকাল সাড়ে ৯টায় মতিঝিল আইডিয়ালে কর্মসূচির উদ্বোধন করা হয়। সেখানে টিকা পাবে ৫ হাজার ছাত্রছাত্রী। পরদিন আট স্কুলে শুরু হবে টিকা দেয়া। ঢাকার বাইরে ২১ জেলায় টিকা দিতে একটু বিলম্ব হবে। শিক্ষার্থীর জন্মসনদ ও অন্যান্য তথ্য এখনো জমা হয়নি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে। আর রাজধানীর মাত্র চার লাখ শিক্ষার্থীর তথ্য পাঠানো হয়েছে আইসিটি মন্ত্রণালয়ে।
দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থী প্রায় এক কোটি ১০ লাখ। আপাতত টিকা পাবে ৩০ লাখ। তাদের জন্য রাখা হয়েছে ফাইজারের ৬০ লাখ ডোজ।
মহামারী করোনা সংক্রমণের কারণে দেড় বছর বন্ধ ছিলো শিক্ষাপ্রতিষ্ঠান। সংক্রমণ কমে আসায় খুলে দেয়া হয় স্কুল-কলেজ।
Leave a Reply