মেক্সিকোয় চার দিনে দুই সাংবাদিকের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর আলফ্রেদো কারদোসো নামে এক সাংবাদিকের মৃত্যু হয়।
এক সাংবাদিক নিহতের মাত্র চারদিনের মধ্যে আলফ্রেদো কারদোসোর নিহতের ঘটনা ঘটলো। খবর রয়টার্সের
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, মেক্সিকোর দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য গেরেরোর নিজ বাড়ি থেকে শুক্রবার ফটোসাংবাদিক আলফ্রেদো কারদোসোকে অপহরণ করার পর গুলি করা হয়।
গুরুতর আহত কারদোসোকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন পর রোববার তার মৃত্যু হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে গেরেরোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর।
এর আগে বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাসে রেডিও ব্রডকাস্টার ফ্রেদি লোপেজকে গুলি করে হত্যা করা হয়।
Leave a Reply