বিশ্বজিৎ ঘোষ বিষা মানুষের বিপদে সহায়তার হাত বাড়িয়ে দেন। জনপ্রতিনিধি হয়ে সিরাজদিখান ৮নং রশুনিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অসহায় মানুষদের জন্য কাজ করতে চান। এলাকার উন্নয়ন করতে চান।
এ জন্য তিনি মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদে মনোনয়নপত্র জমা দিতে চান। সন্তোষপাড়া মৃত ব্রজগোপাল ঘোষের বড় ছেলে বিশ^জিৎ ঘোষ বিষা (৩৭) সিরাজদিখান উপজেলা শ্রমিক লীগের বর্তমান কমিটির প্রচার সম্পাদক।
ইউপি সদস্য প্রার্থী বিশ্বজিৎ ঘোষ বলেন, যেখানে যাচ্ছি সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছি। কারখানায় তৈরি মিস্টি, রসমালাই,পাতার খির দৈ ও ঘি তৈরি করার বদৌলতে দলমত নির্বিশেষে সবাই আমাকে গ্রহণ করছেন। এটাই আমার পরম পাওয়া। আমার বিশ্বাস সন্তোষপাড়া, হিরনের খিলগাও ও শিকদারবাড়ির ভোট পেয়ে বিপুল ভোটে বিজয়ী হব।
Leave a Reply