চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ছাত্র মাহাদি জে আকিব এখনো হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এখন তার অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসকরা জানায়, মাহাদিকে সোমমবার (১ নভেমন্বর) মুখে খাবার দেওয়ার চেষ্টা করা হবে। তবে আশঙ্কা এখনো পুরোপুরি কাটেনি।
উল্লেখ্য, গত শনিবার (৩০ অক্টোবর) সকালে ছাত্রলীগের সমর্থক মাহাদির ওপর একটি পক্ষ হামলা চালায়। এতে তার মাথায় গুরুত্বর জখম হয়। তার মস্তিষ্ক ও খুলি ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
আকিব চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস ৬২তম ব্যাচের ছাত্র। চিকিৎসার জন্য নিউরোসার্জারি, নিউরোলজি ও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বোর্ড গঠন করা হয়েছে। তাদের তত্ত্বাবধানে ৩০ অক্টোবর আকিবের অস্ত্রোপচার করা হয়েছে।
Leave a Reply