‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। সোমবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালী,আলোচনা সভাও যুব ঋন বিতরণসহ নানা কর্মসূচী গ্রহন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলতাফ হোসেন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সারোয়ার হোসেন শাহীন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন-সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুর রশিদ, আওয়ামী লীগ থেকে নৌকা মনোনয়ন প্রত্যাশী ও সমাজসেবক শাহ জাফর, কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি আমিনূল ইসলাম, মোস্তফা কামালসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে উপজেলার প্রশিক্ষণ প্রাপ্ত ২১ জন যুবক ও যুব মহিলাদের মাঝে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ৯ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
Leave a Reply