পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বর্তমানে দেশে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এছাড়াও অবৈধ ভাবে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদী ভাঙ্গন তীব্রতর হচ্ছে। এই অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে সকলকে প্রতিহত করার বিষয়ে আহ্বান জানান তিনি।
সেমবার (১ নভেম্বর) বিকালে জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি হার্ড পয়েন্ট এলাকাসহ যমুনা নদী ভাঙ্গন পরিদর্শন শেষে নদী ভাঙ্গন প্রতিরোধে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথির অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, হোসনে আরা এমপি, ইসলামপুর উপজেলা চেয়ারম্যান জামাল আব্দুন নাসের বাবুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড, আ. সালাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply