ঝিনাইদহের বংকিরা এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ ৬ কেজি চারশত গ্রাম রুপাসহ সুমন আলী নামের এক চোরাচালান কারবারীকে আটক করা হয়েছে।
রোববার (৩১ অক্টোবর) সকালে রুপাসহ তাকে আটক করা হয়। আটককৃত সুমন আলী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কারপাসডাঙ্গা গ্রামের আবুল বাশার মন্ডলের ছেলে।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৯ টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল খবর পেয়ে ঝিনাইদহের বংকিরা এলাকায় অবস্থান করে। এ সময় অভিযানকালে ইজিবাইক চালক ও চোরাকারবারী সুমন নিজেই চুয়াডাঙ্গা থেকে রুপা নিয়ে ঝিনাইদহে প্রবেশ করছিলো। তখন গোয়েন্দা পুলিশ ইজিবাইক তল্লাসী চালিয়ে সিটের নিচে থেকে ৬ কেজি চারশত গ্রাম রুপা উদ্ধার করে। যার আনুমানিক মুল্য ৩ লাখ টাকা। এ সময় চোরাচালানী কারবারী চালক সুমনকে আটক করে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ আরও জানায় যে, সে দীর্ঘদিন ধরে এ অবৈধ রুপা কারবারীর সাথে জড়িত রয়েছে।
Leave a Reply