সবার কাছে একজন সাদা মনের মানুষ বলেই পরিচিত সাবেক সফল রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি। কর্মীবান্ধব নেতা হিসেবেও ব্যাপক অলোচিত তিনি। গরীব-দু:খী মানুষের নয়নের মনি মুজিবুল হক মুজিব।
৩১ অক্টোবর। ২০১৪ সালের এই দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মুজিবুল হক মুজিব এমপি। কুমিল্লার মেয়ে হনুফা আক্তার রিক্তাকে করে নেন জীবন সঙ্গী। এরপর তাদের পরিবারে আসে এক মেয়ে ও দুই ছেলে।
রোববার (৩১ অক্টোবর) সাবেক সফল রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির সপ্তম বিবাহবার্ষিকী। এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সাথে বিয়ের বেশ কিছু ছবিও শেয়ার করেছেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘It’s our 7th anniversary. Please keep us in yours prayer.’
Leave a Reply