রাজধানীর কারওয়ান বাজার থেকে ২২ কেজি গাঁজাসহ চার মাদককারবারীকেগ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতরা হলো-মো. সাদ্দাম হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. সজীব ও আবু ইউসুফ কাজল।
শনিবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গাঁজাসহ গ্রেফতার করে সঙ্ঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম জানান, কতিপয় মাদককারবারী কারওয়ান বাজারের বিটিএমসি অফিসের সামনে পাকা রাস্তার উপর গাঁজা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে ভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে সাদ্দাম, আনোয়ার, সজীব ও আবু ইউসুফকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রাইভেটকার তল্লাশি করে ২২ কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা পরিবহনে ব্যবহৃত হওয়ায় প্রাইভেটকারটি জব্দ করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহর ও আশপাশ এলাকায় বিক্রয় করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।
Leave a Reply