1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
জলবায়ু সম্মেলেনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী - বাংলা টাইমস
সোমবার, ২৩ মে ২০২২, ১১:৪৮ অপরাহ্ন

জলবায়ু সম্মেলেনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
ফাইল ফটো

বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৬) যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৩১ অক্টোবর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

 

স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে স্কটল্যান্ডের গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

 

১২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য সম্মেলেনের দ্বিতীয় দিন ১ নভেম্বর ভাষণ দেবেন তিনি।

 

সফরে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক এবং কয়েকটি সমঝোতা স্মারক (ও লেটার অফ ইনটেন্ট) সই হতে পারে। এছাড়া বঙ্গবন্ধুর নামে ইউনেসকো ঘোষিত পুরস্কারও তুলে দেবেন শেখ হাসিনা।

 

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে থাকা ৪৮টি দেশের সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরাম সিভিএফের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের গ্লাসগোতে কপ-২৬ এ গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরবেন।

 

১৪ দিনের সফরে যুক্তরাজ্য ও ফ্রান্স ভ্রমণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ব্রিটিশ প্রধানমন্ত্রী, প্রিন্স অব ওয়েলস, ফ্রান্সের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতিসহ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করবেন।

 

ইউনেসকোর নির্বাহী বোর্ড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাঁর নামে আন্তর্জাতিক পুরস্কার ঘোষণা করেছে। ১১ নভেম্বর প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট